জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সৈয়দ আশরাফুল ইসলাম

    0
    455

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬জুলাইঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।দপ্তর চলে যাওয়ার পর  এক সপ্তাহের  শেষ দিকে নতুন দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামকে।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তার এই নতুন দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়েছে।

    বৃহস্পতিবার ৯ই জুলাই সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছিল।

    পরে নানা ধরণের গুঞ্জনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক হয় এবং এরপর তার ব্যক্তিগত লন্ডন সফর তিনি বাতিল করেন। অব্যাহতি দেওয়ার পর আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছিলেন তিনি যাতে দলের কার্যক্রমের প্রতি বেশি মনোযোগ দিতে পারেন সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।