মাধবপুরে বাস ও সিএনজি সংঘর্ষে নিহত-২ঃআহত-৫

    0
    417

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১ডিসেম্বর,এম,এ কাদের: হবিগঞ্জ জেলার মাপধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে নোয়াপাড়া বাসষ্টেন্ডে সকাল ১১টা ৩০ মিনিটে যাত্রীবাহী শ্যামলী পরিবহন ঢাকা-মেট্রো ভ ১৪-৩৮৮৫ ও সিএনজি হবিগন্জ – ঠ-১১-৫০৬২ সংঘর্ষে ঘটনাস্থলে নোয়াপাড়া ইউপির পুর্ব ইটাখোলার মৃত আলতাব আলীর ছেলে ইব্রাহিম (৭০) মারা যায় এবং পুর্ব মাধবপুরের তারাব আলীর ছেলে মোঃ আহম্মদ আলী (৩৫) সিএনজি চালক ঢাকা মেডিকেলে যাওয়ার পথে বি-বাড়ীয়া যাওয়া মাত্রই মৃত্যু হয় । আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।