শ্রীমঙ্গলে বিলবোর্ড অপসারণে জনগন খুশীঃফুটপাত মুক্ত চাই

    0
    257

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১ফেব্রুয়ারীঃ শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়ে তুলতে পর্যটন এলাকা শ্রীমঙ্গল শহরের ফুটপাত দখলমুক্ত করার অভিযানের পাশাপাশি অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভাবে ঝুলানো বিলবোর্ড অপসারণের কাজ চলছে।

    বৃহস্পতিবার দুপুর থেকে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা এলাকার বিলবোর্ড সরানোর কাজ শুরু করেছে পুলিশের উপস্থিতিতে।

    ফুটপাত দখলমুক্ত করা ও বিলবোর্ড অপসারণের দাবী সাধারণ জনগনের। ওসির নেতৃত্বে এ কাজে স্থানিয় ও পথচারীরা বেশ খুশী হয়েছে। এক পথচারী জানান, “এমনিতে শ্রীমঙ্গলের ড্রেইন গুলো খোলা ঢাকনা বিহীন, অপরদিকে ড্রেইনের যে টুকুতে ঢাকনা আছে এবং চলার রাস্তা আছে তাতে মালিক পক্ষ সরকারি ড্রেইন চড়া মুল্যে ভাড়া দিয়ে ব্লক করে রেখেছে যা কেউ দেখে ও দেখেনি”।

    অপর এক জন জানান,”ষ্টেশন রোডের পুরান বাস স্ট্যান্ড সংলগ্ন ড্রেইনের ঢাকনা না থাকার ফলে প্রতিদিন সন্ধার পরে ২/৩ জন ড্রেইনে পরে আহত হচ্ছে”।

    সরেজমিনে দেখা যায়, ওসি মাহবুব তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে বিলবোর্ড অপসারনের কাজ তদারকি করছেন।

    ফুটপাতের দোকান গুলো অপাসারণের জন্যে নোটিশ দিয়ে পুলিশ ও পৌরসভার যৌথ অভিযান চালিয়ে পর্যটন এলাকা শ্রীমঙ্গলের শৃঙ্খলা ও পরিচন্নতা রক্ষা করা জরুরি,একই সাথে খোলা ড্রেইনের ঢাকনা গুলো দ্রুত  দেওয়ার ব্যবস্থা করা উচিত বলে সচেতন মহল দাবী করেন।