বেনাপোল সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

    0
    226

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০১এপ্রিল,এম ওসমান,বেনাপোল: বেনাপোলের ছোটআঁচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কেজি ৫শ’ গ্রাম  ওজনের ১৫টি স্বর্নের বারসহ শামিম ও হোসেন আলী নামে ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে প্রকৃত সোনা ব্যাবসায়িকে আটক করতে পারেনি তারা। আটক শামীম হোসেন বেনাপোল কৃত্তিপুর গ্রামের নুর ইসলামের ছেলে ও হোসেন আলী বেনাপোল নারানপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৪৯ ব্যাটলিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক লে. কর্নেল খবির উদ্দিন জানান, শনিবার সকালে বেনাপোল ছোটআঁচড়া সীমান্ত দিয়ে একটি স্বর্নের চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী ২জনকে একটি মটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাদের শরীরে বাধা অবস্থায় ১৫পিস স্বর্ন জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৫শ’ গ্রাম। দাম প্রায় ৭০লাখ টাকা। আটক আসামীদেরকে যশোর হেড কোয়াটার ব্যাটলিয়নে নেওয়া হয়েছে।