৫৭ ধারা বাতিল করে নতুন আইন করা হচ্ছেঃআইনমন্ত্রী

    0
    213

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৭মে,নিজস্ব প্রতিবেদকঃআইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,”মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করে নতুন আইন সৃষ্টি করা হচ্ছে।” তিনি বলেন “নতুন আইনে যাতে করে কাউকে অহেতুক হয়রানী করা না হয়, সে ব্যবস্থা রাখা হবে।”
    মন্ত্রী আজ রবিবার সকালে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট মাহবুব আলী, মহিলা এমপি কেয়া চৌধুরী, জেলা প্রশাসক সাবিন আলম, জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূইয়া, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফি প্রমুখ।
    পরে তিনি জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশে অংশ গ্রহণ করেন এবং দুপুরে জেলা আইনজীবি সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।