রোহিঙ্গাদের ওপর যুদ্ধপরাধ ও জাতিগত নিধনের মতো অপরাধ

    0
    399

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯নভেম্বর,ডেস্ক নিউজঃ    মিয়ানমার সরকার ও সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর যে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে তাকে যুদ্ধপরাধ ও জাতিগত নিধনের মতো অপরাধ বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর জেফ মার্কলে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

    আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিনেটর জেফ মার্কলে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহীদুল হক।

    সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে আরও ছিলেন, মার্কিন সিনেটর রিচার্ড ডারবিন, কংগ্রেসম্যান বেটি ম্যাককালাম, ইয়ান শাকোস্কি, ডেভিড এন সিসিলিন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

    সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। য%