গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-৮,আহত কমপক্ষে-২৫

    0
    420

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১এপ্রিল,ডেস্ক নিউজঃ  গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী নৈশকোচ খাদে পড়ে ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। আহতদের ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ৬ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বরগুনা জেলার সদর উপজেলার আমতলী গ্রামের হাসান মিয়া (২৫) ও বরিশালের অসীম মাঝি (৪০)। তবে বাকি নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি নৈশকোচ মুকসুদপুর উপজেলার বরইতলা পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই বাসের ৬ যাত্রী নিহত হন ও কমপক্ষে ২৫ যাত্রী আহত হন।

    ওসি জানান, খবর পেয়ে পুলিশ এবং গোপালগঞ্জ, ভাঙ্গা ও মুকসুদপুরের ফায়ার সার্ভিসের চারটি টিম ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ ও ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

    সকাল ৭টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে বলেও জানান তিনি। তবে বাসচালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।