রাজধানীতে ৩বছরের বেশি থাকা শিক্ষকদের বদলি করে দিন

    0
    234

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭মে,ডেস্ক নিউজঃ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, “রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সব শিক্ষকেরা তিন বছরের বেশি সময় ধরে আছেন, তাদের অন্যত্র বদলি করে দিন।”

    রোববার কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বদলিসংক্রান্ত এক মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের জবাবে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

    আদালতে শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিং বাণিজ্য করছে। প্রধান বিচারপতি এ বিষয়ে বলেন, কেন? তিন বছর পর পর তো বদলি করার কথা। তাহলে এর জন্য তো মন্ত্রণালয়-অধিদপ্তর দায়ী।

    এ সময় প্রধান বিচারপতি বলেন, ঢাকার সরকারি বিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা তিন বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।