পাকিস্তানে চলছে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত

    0
    461

    আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টায় দেশজুড়ে একযোগে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। শেষ হবে সন্ধ্যা ৬টায়।

    আগামী পাঁচ বছরের জন্য দেশটির সংসদের ভাগ্য নির্ধারণ ও চারটি প্রদেশের প্রতিনিধি নির্বাচনের এ ভোটে ভোটার প্রায় ১০ কোটি ৬০ লাখ।

    ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আট লাখ নিরাপত্তারক্ষী। সেনাবাহিনীকে ভোটকেন্দ্রে বিচারিক ক্ষমতা দিয়েছে সেদেশের নির্বাচন কমিশন।

    চলমান নির্বাচনের প্রধান তিন প্রার্থী হলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ নওয়াজ, সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি।

    বিভিন্ন সুত্রের জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ও বিলওয়াল ভুট্টোর দলের মধ্যে।দেখা যাক শেষ হাসি কে হাসে?

    অপরদিকে বিজ্ঞ জনেরা জোট সরকার গঠন করতেও হতে পারে বলেও ধারণা করছে। সেক্ষেত্রে বিলওয়ালের ছোট দলই সব হিসাব পাল্টে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।