কমলগঞ্জে এস কে সিনহার আপত্তিকর তথ্য প্রকাশের প্রতিবাদ

    0
    216

    কমলগঞ্জ প্রতিনিধিঃ সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার “A Broken Dream” গ্রন্থে মণিপুরি মুসলিম সর্ম্পকে আপত্তিকর তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মংগলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভূল,আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের প্রতিবাদে মণিপুরি মুসলিমদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভোলাপম্যান্ট অর্গানাইজেশন (বামডো) এ সংবাদ সম্মেলন করে।

    এ সময় বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভোলাপম্যান্ট অর্গানাইজেশন (বামডো)র ভারপ্রাপ্ত সভাপতি হাজী খাইরুজ্জামান,সাধারণ সম্পাদক শিক্ষক সাজ্জাদুল হক , উপদেষ্টা আব্দুস সামাদ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলী, শিক্ষক শাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার “A Broken Dream” গ্রন্থে প্রকাশিত মণিপুরি মুসলিম সম্প্রদায় সর্ম্পকে ভূল,আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়।