শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে। তিনি এসব কর্মকাণ্ডকে আওয়ামী লীগের অতীত কার্যক্রমের পুনরাবৃত্তি বলে উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, “একটি দল আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণহারে মামলা করেছিল। এখন নির্বাচনে এসে বলছে, মামলা তুলে নেবে। এটি তাদের কূটকৌশল। এতে জনগণ যেন বিভ্রান্ত না হয়।”
তিনি আরও বলেন, “তারা ৩১ দফা থেকেও সরে এসেছে। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”
এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বক্তব্যে চা শ্রমিকদের ভুমির অধিকার সহ বিভিন্ন নির্বাচনী আশ্বাস দেন এবং বিজয়ের পর আবারও সাক্ষাৎ হবে বলে প্রত্যাশা করেন।
এ সময় উভয় বক্তা মৌলভীবাজার-৪ আসনে এনসিপির প্রার্থী শাপলা কলি প্রতীকে প্রীতম দাসকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
