“ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির সংবাদ সম্মেলন করেছেন।
গত শুক্রবার ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে আয়োজিত সম্মেলনে তিনি বলেন, ন্যায়–ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি অভিযোগ করেন, ছাতক–দোয়ারাবাজার দীর্ঘদিন ধরে অবহেলা, বেকারত্ব, নদীভাঙন, শিল্পদূষণ ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
নির্বাচিত হলে তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, গ্রামীণ চিকিৎসাসেবা জোরদার, টেকসই অবকাঠামো উন্নয়ন, নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। কালো টাকা ও পেশিশক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষাংশে হাফিজ আব্দুল কাদির ভোটারদের উদ্দেশে বলেন, “এই নির্বাচন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ।”
