ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শিপলু আহমদকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
০ গত সোমবার দুপুরে পুলিশ তাকে থানা থেকে আদালতে পাঠায়। তার বিরুদ্ধে একাধিক মামলায় পলাতক থাকার তথ্য রয়েছে।
গ্রেপ্তারকৃত শিপলু আহমদ উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের মৃত খয়রুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই এবং যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল আহমদের ছোট ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে একটি গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে শিপলুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। শিপলু নানা নাশকতার ঘটনায় অভিযুক্ত এবং তার বিরুদ্ধে একাধিক মামলায় পলাতক থাকার বিষয়টি পুলিশের কাছে নিশ্চিত হয়।
স্থানীয়রা জানান, শিপলু আহমদের পদ ও পরিচিতি থাকলেও তার বিরুদ্ধে নাশকতা ও মামলা রয়েছে। তাই তার গ্রেপ্তারের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। প্রশাসন আশা করছে, এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।
ছাতক থানাের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
