ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন (সিবিএ) বি-৮০ এর উদ্যোগে জাতীয় মজুরি কমিশনের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এক গেট মিটিং ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ছাতক সিমেন্ট কারখানার প্রধান ফটকের সামনে (টাইম অফিসের সামনে) এ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়নের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং সিবিএ সহ-সভাপতি জাবেদ কাওসারের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে জোরালো দাবি উত্থাপন করেন।কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিকেল ওয়ার্কার্স ফেডারেশনের সহ-সভাপতি এবং সিবিএ বি-৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন।
তিনি বলেন, জাতীয় মজুরি কমিশনের আওতাভুক্ত শ্রমিকদের ৫ শতাংশ ও ১৫ শতাংশ বিশেষ সুবিধা দ্রুত কার্যকর করা সময়ের দাবি। একই সঙ্গে একই পদে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের দাবি তিনি তুলে ধরেন। এছাড়া তিনি ছাতক সিমেন্ট কারখানাটি দ্রুত পুনরায় চালু করা এবং “এক কর্পোরেশন, এক কমিশন” কাঠামো বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
গেট মিটিং ও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিবিএ কার্যকরী সভাপতি মিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, উৎপাদন বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান শাহিন এবং কারিগরি বিভাগের শামছুর রহমান। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে শ্রমিকদের দাবি উপেক্ষিত হওয়ায় তারা মানববন্ধনে অংশ নিতে বাধ্য হয়েছেন। ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিবিএ অর্থ সম্পাদক আব্দুল কাদির বাবুল। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিবিএ সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, শ্রমিক জাহাঙ্গীর আলম, সুলেমান খান, সৈয়দ গোলাম মোস্তফা, জাহেদ সারওয়ার, ইন্তাজ আলী, রমিজ আলী, জালাল উদ্দিন, আবু সুফিয়ান বাবুল প্রমুখ শ্রমিকবৃন্দ।
শ্রমিকরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে এবং দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা ছাতক সিমেন্ট কারখানাটি পুনরায় চালু করে অঞ্চলের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতি ফিরিয়ে আনবে।
