আমার সিলেট রিপোর্ট; ১৪ মাস দায়িত্ব পালন শেষে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা বদলি জনিত কারণে বিদায় নিলেন।একই দিনে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে বরণ করা হয়।
আজ (২৯ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
একই দিন শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর সহকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে বাংলাদেশ পুলিশের চিরায়ত রীতি অনুযায়ী তিনি সুসজ্জিত, ফুলে সাজানো বিশেষ গাড়িতে চড়ে বিদায় নেন তিনি। জেলা পুলিশের সদস্যরা ফুলে ফুলে সজ্জিত গাড়িটি রশি ধরে টেনে টেনে কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে তাদের প্রিয় অভিভাবককে বিদায় জানান।
এর আগে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
উল্লেখ্য, বদলি সূত্রে এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় যোগদান করবেন, এমনকি জেলা পুলিশের সূত্র থেকে জানা গেছে।
