ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক থানায় অনুষ্ঠিত হলো গতকাল বৃস্পতিবার রাতে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা—যার কেন্দ্রবিন্দু ছিলেন থানা পুলিশ ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান। দায়িত্বশীল, মানবিক ও জনবান্ধব এই পুলিশ কর্মকর্তাকে বিদায় জানাতে থানা প্রাঙ্গণে জড়ো হয় পুলিশ সদস্য থেকে শুরু করে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধার মিশ্র এক উষ্ণ অনুভূতি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা জামিল আহমেদ এবং গীতা পাঠের মাধ্যমে শুভেচ্ছা বার্তা দেন রতন। তদন্ত ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের সঞ্চালনায় শুরু হওয়া এ বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনস্টেবল হাবিবুর রহমান। তিনি ওসি শফিকুলের মানবিকতা, কর্মদক্ষতা, পুলিশ সদস্যদের প্রতি তার আন্তরিকতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার কথা শ্রদ্ধাভরে তুলে ধরেন।এ সময় একে একে বক্তব্য প্রদান করেন এএসআই শহিদুল ইসলাম, এএসআই সাইফুর রহমান, সাব–ইন্সপেক্টর সিকেন্দর আলী, মো. শরিফুল ইসলাম, মো. রাহিম মিয়া, সাংবাদিক মো. খালেদ মিয়া, মো. মোশাররফ, সাকির আমিন, মোশাইদ আলী, তানভীর আহমেদ এবং ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি,জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী এবং নৌ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছাতক–দোয়ারা সার্কেল অফিসার শেখ মো. মুসালিন তার বক্তব্যে ওসি শফিকুলের স্বল্প সময়ে করা উন্নয়ন, পেশাদার আচরণ এবং কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ওসি শফিকুল ইসলাম খান জনবান্ধব পুলিশিংয়ের এক উজ্জ্বল উদাহরণ। মাত্র তিন মাসে তিনি থানা প্রশাসনে যে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছেন, তা সবার কাছেপ্রশংসিত।”
বক্তারা জানান, দায়িত্ব নিয়েই ওসি শফিকুল ইসলাম খান থানায় দৃশ্যমান পরিবর্তন আনেন। থানার মসজিদের উন্নয়ন, অভ্যন্তরীণ পরিবেশ সংস্কার, সবার প্রতি সম্মানজনক ব্যবহার এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে তিনি খুব অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করেন। ওসির সততা, দায়িত্ববোধ ও স্বচ্ছ কর্মপদ্ধতির প্রশংসা করেন। তারা বলেন, তার নেতৃত্বে ছাতক থানা আরও সুসংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ হয়ে ওঠে। তাদের বক্তব্যে উঠে আসে মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, নারী–শিশুসহ সকল শ্রেণির মানুষের প্রতি সম্মান, অপরাধ দমনে জিরো টলারেন্স এবং সার্বিক সেবার মানোন্নয়ন—সব মিলিয়ে ওসি শফিকুল ইসলাম খান ছাতক থানায় রেখে যাচ্ছেন কাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিদায়ী বক্তব্যে ওসি শফিকুল ইসলাম খান ছাতকের মানুষের ভালোবাসা, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং থানার স্মরণীয় কাজগুলো তুলে ধরেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “ছাতকের মানুষের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। এখানে অর্জিত ভালোবাসা আমাকে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ আখতারুজ্জামান, শাওন আহমেদ, অজিত কুমার দাশ (চ্যানেল এস প্রতিনিধি), ফজল উদ্দিন, জাকারিয়া, সাজ্জাদ মনির, এ আর সায়েম, আবুবকর, দিলোয়ারসহ অনেকে।
ছাতক থানায় ওসি শফিকুল ইসলাম খানকে ঘিরে এ বিদায়ী সংবর্ধনা পরিণত হয় এক মানবিক ও স্মরণীয় মুহূর্তে, যেখানে সহকর্মী ও স্থানীয়রা তাকে শুভকামনা আর ভালোবাসায় সিক্ত করে বিদায় জানান।
Anwar
