নড়াইল- প্রতিনিধি: ৮ ডিসেম্বর নানা কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলের লোহাগড়া পাকহানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি পালন উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ, লোহাগড়া, নড়াইল এর আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, র্যালী, লোহাগড়া থানায় চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধার করব জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া থানা চত্বরে এসে সেখানে বীরমুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার ( ভ’মি ) মোছাঃ সাদিয়া সুলতানা এর সভাপতিত্বে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক সুলতানুজ্জামান সেলিম,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
