মোজাম্মেল আলী, কার্ডিফ, ইউকে: আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের আওতাধীন নিউপোর্ট ব্রাঞ্চের নতুন কমিটি গঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর’২৫ নিউপোর্ট শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ২০২৫-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ওয়েলস ডিভিশনের সেক্রেটারি জেনারেল আনসার মিয়া ও কাউন্সিলর দিলোয়ার আলী।
নিউপোর্ট ব্রাঞ্চের প্রেসিডেন্ট মুহিবুর রহমানের সভাপতিত্বে কালামে পাক থেকে তেলাওয়াত করেন নিউপোর্ট শাহ পরান মসজিদের ইমাম হাফিজ দিলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন – ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি ইউকে বিডি চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মকিস মনসুর, মেম্বারশীপ সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী, শাহ শাফি কাদির প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট নিম্নোক্ত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় । প্রেসিডেন্ট মুহিবুর রহমান,ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম ও আব্দুর রউফ শেখ তালুকদার, সেক্রেটারি হাফিজ দিলোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন, ট্রেজারার বাবলু মিয়া, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি রহিম বাবুল, অর্গানাইজিঙ সেক্রেটারি খোকন মিয়া, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মাওলানা শাহিন আহমদ, ট্রেনিং এন্ড ইমপ্লয়েমেন্ট সেক্রেটারি আনহার মিয়া, ওয়েলফেয়ার সেক্রেটারি জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য মুক্তার আহমদ,শাহ শাফি কাদির, হাফিজ আব্দুল কুদ্দুস, হাফিজ নুর উদ্দিন।
নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ। দোয়া ও ডিনার শেষে সভার সমাপ্তি হয়।
