নড়াইল প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস নড়াইলে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালিত হয়েছে।
মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসুচির সূচনা , জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা , বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াচ ও ডিসপ্লে, শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতা,বীর মুক্তিযোদ্ধা ও শহিদপরিবারের সদস্যদের সংবর্ধনা, আড়ম্বরপূর্ন বিজয় মেলা, প্রীতি ফুটবল ম্যাচ,আলোচনাসভা ,সাংস্কৃতিকসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ , জেলা বিএনপি,মুক্তিযোদ্ধা সংসদ, নড়াইল পৌরসভা,নড়াইল প্রেসক্লাব, সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয় ।
শ্রদ্ধাঞ্জলী শেষে বীরশ্রেষ্ট নুর মোহম্মদ ষ্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াচ ও ডিস্প্লে অনুষ্ঠিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা এবং বিজয় মেলার উদ্বোধন অনুষ্টিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম , পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলাামীর আমির আতাউর রহমান বাচ্চু,বীরমুক্তিযোদ্ধা এস,এম বাকী, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এস,এ মতিন, বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক বীরমুক্তিযোদ্ধা মো:তবিবুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
