নড়াইল প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় নড়াইলের সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।
শহরের পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধনি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ হাতির বাগান এলাকার গোল চত্বরে গিয়ে শেষ হয়। এসময় হাতিরাগান মোড়ে ঢাকা-নড়াইল-যেশোর সড়ক অপরোধ করে বিক্ষোভ কারীরা ।
মিছিল পূর্ব সমাবেশে হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতাকর্মীদের অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আব্দুর রহমান মেহেদী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা সাফায়াত উল্লাহ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিছুজ্জামান সোহাগ, শিবিরের জেলা সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদ, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাতিহ্য সম্পাদক রোমান শেখসহ অনেকে।
কর্মসুচিতে ছাত্র, জনতা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
