ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ভুয়া তালুকদার পরিচয় ব্যবহার করে প্রতারণা, ক্ষমতার প্রভাব দেখিয়ে হয়রানি এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ছাতক উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক জুনেদ হাসান (৩৪)-কে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল লতিফের নেতৃত্বে অভিযান চালিয়ে ছাতক উপজেলার মইনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুনেদ হাসান উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, জুনেদ হাসান নিজেকে ‘তালুকদার’ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। ক্ষমতাসীন সরকারের নাম ভাঙিয়ে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়ে সাধারণ গ্রামবাসীকে চরমভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি তার কথিত দাপট ও আচরণ থেকে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরাও রেহাই পাননি বলে স্থানীয়দের অভিযোগ।
এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী অপপ্রচার চালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গত শনিবার সকালে পুলিশ তাকে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে চালান করে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের আশা, এ ঘটনায় ভুয়া পরিচয় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতে এ ধরনের অপকর্ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “আমরা ভুয়া তালুকদার পরিচয় ব্যবহার ও ফেসবুকে সরকারবিরোধী অপপ্রচার চালানোর সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।###
আনোয়ার হোসেন
