আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি সংক্রান্ত অভিযোগে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি কারি মুজাহিদুল ইসলাম সহ ছয়জনকে তালিকা করে এই হুমকি প্রদান করা হয়েছে বলে জিডি সূত্রে জানা গেছে।
বিস্তারিত বিবরণে সাধারণ ডায়েরিতে মুজাহিদুল ইসলাম (মুজাহিদ মিয়া জিডি অনুযায়ী) দাবি করেন,”রোববার একুশে ডিসেম্বর দুপুর প্রায় দেড় টার দিকে অজ্ঞতনামা কে বা কাহারা “নো ক্যাপশন” নামক ফেইসবুক আইডি হতে আমি মোঃ মুজাহিদুল ইসলাম (বাংলাদেশ খেলাফত যুব মজলিস, সভাপতি শ্রীমঙ্গল উপজেলা শাখা), এর নিজ ব্যবহৃত ফেইসবুক আইডির মেসেঞ্জারে নিলয় রশিদ (এনসিপির মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক), নাঈম হাসান (সভাপতি ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল পৌর শাখা), হায়দার আহমেদ (এনসিপি জেলা সদসা), শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক এবং নাঈমকে গালিগালাজসহ প্রাণে হত্যা করিয়া লাশ গুম করিবে বলিয়া হুমকি প্রদান করেন। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন বলে তিনি এই সাধারণ ডাইরিতে দাবি করেন।”
এ ব্যাপারে মুজাহিদুল ইসলামের সাথে কথা হলে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, কমেন্ট করে আইডিটি ডিলিট করে ফেলাই আইডি লিংক পাওয়া যাচ্ছে না, তবে আমরা ৫০ টা করতেছি।
এ ব্যাপারে মামলার আইও শ্রীমঙ্গল থানার এসআই মহিবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, জিডি হয়েছে,জিডির অনুকূলে আমরা বিজ্ঞ আদালতে অনুমতি চেয়েছি তদন্ত করার জন্য, অপরদিকে যাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি এবং তাদেরকে নিরাপদে চলাচল করার জন্য পরামর্শ দিয়েছি এবং কোন প্রকার হুমকি মনে করলে আমাদেরকে তাৎক্ষণিক জানানোর কথা বলা হয়েছে একই সাথে কাউকে সন্দেহমূলক মনে হলে আমাদের কি জানানোর জন্য এবং ফেসবুকে হুমকির ডকুমেন্টস আমাদের কাছে প্রদান করার জন্য বলা হয়েছে, জিডি কারি জানিয়েছে খুব শীঘ্রই প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করবে। আইন মোতাবেক এর তদন্ত কার্যক্রম চলবে।
