জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিক্ষা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আবহে কৃতি শিক্ষার্থী–২০২৬ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার-এর আয়োজনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ ও মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।
সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক আহমদ এবং গীতা পাঠ করেন অনীল বিশ্বাস।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট পিটিআই-এর সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবেদ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর গোলাম গফুর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলহাস উদ্দিন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ তাজুল হাসান, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ফখরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক আহমদ এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জৈন্তাপুর উপজেলা সভাপতি মো. শহীদ মিয়া।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ১১ জন এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত ৬জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে দীর্ঘদিন শিক্ষা সেবায় নিয়োজিত থেকে অবসর গ্রহণকারী ৬জন শিক্ষক সম্মাননা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদান এবং শিক্ষাক্ষেত্রে অবসরপ্রাপ্ত শিক্ষকগণের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
