জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য সহ ১জন কে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, ১৭ জানুয়ারী ভোর ৪টা ৪০মিনিটে জৈন্তাপুর মডেল থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের নিজপাট মাস্তিংহাটি এলাকায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) রাজন দেব নেতৃত্ব সঙ্গীয় অফিসারও ফোর্স নিয়ে চেকপোষ্ট ডিউটিকালে পর্যটকবাহী রয়েল পরিবহন বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৮৬৭) তল্লাশি করিয়া চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারত হতে নিয়ে আসা ২৪০ কেজি ওজনের ১২বস্তা খোলা জিরা, ৮০ প্যাকেট ম্যান্টস চকলেট, ৯০০ পিস কিটকাট চকলেট, ৬২০ পিস সিনকার্স চকলেট, ২০প্যাকেট অমৃত জিরা সহ ১জন চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ২লক্ষ ৬২ হাজার ৩০০ টাকা।
পুলিশের অভিযানে আটককৃত চোরাকারবারী হল গোলাপগঞ্জ জেলার গোলাপগঞ্জ সদর থানার বনগ্রামের মৃত মিরাজ চৌধুরীর ছেলে শের আলী চৌধুরী (৪৫)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, চোরাচালান রোধ কল্পে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় চোরাচালান পণ্য সহ ১জনকে আটক করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান চলমান আছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
