শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ শিশু উদ্যান মাঠে যুক্তরাজ্য বিএনপি’র সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট এর কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফুর পক্ষ থেকে এলাকার ২ হাজার সুবিধাবঞ্চিত লোকের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে বলে বিতরণকারীদের সূত্রে জানা গেছে।
এসময় বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান ও আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ (দ:) মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, মৌলভীবাজার যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালাম আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পা, সামি মাহমুদ চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, জাসাস পৌর সদস্য জাহেদ আলীসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
