শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ প্রসাধনী সামগ্রী (কসমেটিকস) উদ্ধার করেছে। এ সময় একজন যুবককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর সজীব চৌধুরীর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একটি দল মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা-বাগান এলাকায় শ্রীমঙ্গল-হরিণছড়া সড়কে চেকপোস্ট বসায়।
চেকপোস্ট চলাকালে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামাতে গেলে পুলিশ দেখে পালানোর সময় শিপন মিয়া (২০) নামে এক যুবককে আটক করা হয়। পরে সিএনজি তল্লাশি করে চারটি বড় কার্টনে রাখা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ফেসিয়াল কিট ও স্কিন কেয়ার ক্রিম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫১টি বিভিন্ন ধরনের ফেসিয়াল কিট ও ৬৩০ পিস No Scars Cream। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সিএনজি অটোরিকশাসহ সব মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ৬ লাখ ৯২ হাজার টাকা।
আটক ব্যক্তি এসব পণ্যের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মো. জহিরুল ইসলাম মুন্না।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
