ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও মিথ্যা মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। সোমবার (প্রযোজ্য তারিখ যোগ করা যাবে) বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিত্তিহীন এ সংবাদ প্রচার করা হলে পরিবার ও ভক্তদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
গুজবের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়, মেয়ে ইশরাত জাহান ইমা এবং জামাতা আরিফুল ইসলাম কলিন্স। তারা দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের দুঃসংবাদ হলে তা আনুষ্ঠানিকভাবে পরিবারের মাধ্যমেই জানানো হবে।
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা সম্পর্কে পরিবার জানায়, তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং নিয়মিত চিকিৎসা চলছে। এরই মধ্যে তার দ্বিতীয় দফা কেমোথেরাপি শুরু হয়েছে, যা আগামী মে মাস পর্যন্ত চলবে। এরপর চিকিৎসার অংশ হিসেবে তাকে জার্মানিতে নিয়ে একটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তীতে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
পরিবার আরও জানায়, “আমরা দেশবাসীর কাছে বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আপনাদের দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
এদিকে, তথ্যের সত্যতা নিশ্চিত করতে ইচ্ছুকদের জন্য নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঙ্গে (+৮৮০১৭১২৭১৩৯৯৬) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
