অতিরিক্ত জরিমানা মওকুফের দাবীতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

    0
    578

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩মে,এস কে দাশ সুমন:  জাতীয়  বিশ্ববিদ্যালয়ের  অধীনে  ২০১৭ – ১৮  শিক্ষা  বর্ষের  স্নাতক  ( সম্মান ) ১ম  বর্ষের  শিক্ষার্থীরা  ২০১৬ – ১৭  সালে  স্নাতক  ( পাস )  কোর্সে  যে  সকল  শিক্ষার্থী  ভর্তি  হয়েছিল  তাদের  পুর্বের  ভর্তি  বাতিল  করার  জন্য  জাতীয়  বিশ্ববিদ্যালয়  কর্তৃপক্ষ  শিক্ষার্থী  প্রতি  দশ  হাজার  পাঁচশত  টাকা  ও  সাত  হাজার  টাকা  জরিমানা  নির্ধারণ  করে  গত  ২০  মে  অনলাইনে  বিজ্ঞপ্তি  প্রকাশ  করে ।

     শিক্ষার্থীদের  জন্যে  বিজ্ঞপ্তিতে  উল্লিখিত  অতিরিক্ত  জরিমানা  মওকুফের  দাবীতে  বুধবার  বিকেলে শ্রীমঙ্গল  হবিগঞ্জ  রোডস্থ  উপজেলা  প্রেসক্লাবে  সংবাদ  সম্মেলন  করে  মৌলভীবাজার  ও  শ্রীমঙ্গলের বিভিন্ন  কলেজের  শিক্ষার্থীরা ।
     সংবাদ  সম্মেলনে  শিক্ষার্থীরা  বলেন  অনার্ষ  ২য়  বর্ষের  ফরম  ফিলাপ  করতে  গিয়ে  জানতে  পারি  আমাদের  ২০১৬ – ১৭  সেশনের  ডিগ্রী  ভর্তি  বাতিল  না  হওয়ায়  শিক্ষার্থীদের  অতিরিক্ত  জরিমানা  ধার্য  করা  হয়েছে
    শ্রীমঙ্গল  সরকারী  কলেজের  অনার্স  ১ম  বর্ষের  ছাত্রী  প্রিয়াঙ্কা  দেবনাথ  বলেন  আমরা  জাতীয় বিশ্ববিদ্যালয়েরর  অধীনে  ভর্তি  হয়েছি  ভালো
    বিশ্ববিদ্যালয়ে  সুযোগ  না  পেয়ে  কিন্তু  পরিতাপের বিষয়  বিশ্ববিদ্যালয়  কর্তৃপক্ষ  আমাদের  উপর  অতিরিক্ত  জরিমানা  নির্ধারণ  করায়  আমরা  সাধারণ  শিক্ষার্থীদের  উপর  মানসিক  চাপ  বাড়ছে  সাথে
    অস্বচ্ছল  পরিবারের  শিক্ষার্থীরা  হয়ে  পড়ছে  দিশেহারা।
    কান্নাবিজড়িত  কণ্ঠে  মৌলভীবাজার  মহিলা  কলেজের  শিক্ষার্থী  ফারিয়া  হোসাইন  বলেন,  আমরা মধ্যবিত্ত  ও  নিম্ন  মধ্যবিত্ত  পরিবারের  সন্তান  এই  অতিরিক্ত  জরিমানা  আমাদের  ওপর  চাপিয়ে  বিশ্ববিদ্যালয়  কর্তৃপক্ষ  অমানবিক  আচরণ  করছেন।
    তাই  বিশ্ব  বিদ্যালয়  কতৃপক্ষের  কাছে  দাবি  জানাচ্ছি  এই  অতিরিক্ত  জরিমানা  বাতিল  করে  শুধুমাত্র  ভর্তি  ফি  বাবদ  নির্ধারিত  ৭০০  টাকা  নিয়ে  আমাদের  পড়াশোনার  পথ  সুগম  করতে  যথাযথ  কর্তৃপক্ষের  সদয়  দৃষ্টি  আকর্ষণ  করছি।