অর্থবছরের প্রথম ৩মাস বেনাপোল বন্দরে ৬৩২কোটি টাকার রাজস্ব আয়

    0
    196

    আমারসিলেট24ডটকম,১৮অক্টোবর,এম,ওসমান ২০১৪-১৫ অর্থবছরের প্রথম তিন মাসে বেনাপোল কাস্টম হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে। ৬শ’ ১৯ কোটি ১৩ লাখ টাকার লক্ষ্য মাত্রার বিপরীতে এ সময় আয় হয়েছে ৬শ’ ৩২ কোটি ৯৩ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ কোটি ৮০ লাখ টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।

    কাস্টম সূত্রে জানা গেছে, বেনাপোল কাস্টম হাউসে ২০১৩-১৪ অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রা ছিল ৬শ’ ৬৯ কোটি ৭৭ লাখ টাকা। ওই সময় আদায় হয়েছিল ৫শ’ ৯৬ কোটি ৯ লাখ টাকা। এ ছাড়া গত অর্থবছর লক্ষ্যমাত্রার চেয়ে ১শ’ ১৯ কোটি ৬০ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছিল। ওই অর্থবছর লক্ষ্যমাত্রা ২ হাজার ৬শ’ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছিল ২ হাজার ৪শ’ ৮০ কোটি ২৮ লাখ টাকা। চলতি অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১শ’ ৯৩ কোটি ৭২ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয় ১শ’ ৯৪ কোটি ২৭ লাখ টাকা। আগস্টে ১৯৭ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে আহরণ হয় ২০১ কোটি ৮৫ লাখ টাকা। এ ছাড়া সেপ্টেম্বরে ২শ’ ২৭ কোটি ৬১ লাখ টাকার বিপরীতে আসে ২শ’ ৩৬ কোটি ৮১ লাখ টাকা।

    বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আতিকুর রহমান জানান, গত অর্থবছর দেশে রাজনৈতিক অস্থিরতা থাকায় ব্যবসায়ীরা আশানুরূপ আমদানি করেননি। তবে চলতি অর্থবছর তারা আমদানি কিছুটা বাড়ালেও অক্টোবর থেকে আবার তা কমে গেছে।