আইন কারো জন্য আলাদা নয়,জড়িতদের শাস্তি হোকঃমায়া

    0
    216

    আমারসিলেট24ডটকম,১৪মেঃ নারায়ণগঞ্জের৭খুনের ঘটনায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার বিষয়েআমি সাহায্য করব বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীমোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সৌদিরাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী আরোবলেন, বিষয়টি তদন্তাধীন, তদন্ত চলাকালে কোনো প্রশ্ন করা কিংবা প্রশ্নেরউত্তর দেওয়া সমীচীন হবে না।
    ত্রাণমন্ত্রী মায়া বলেন, আইন কারো জন্য আলাদা নয়। সবারজন্য সমান। আমি সরকারের একজন মন্ত্রী। আমার দায়িত্ব আইনের সেবা করা। তাই এইঘটনায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করলে আমিসাহায্য করব।
    সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মায়া বলেন, পবিত্ররমজানকে সামনে রেখে সৌদি সরকার এ বছর ১৫০ টন খেজুর দিয়েছে বাংলাদেশসরকারকে। প্রতি বছরই সৌদি সরকার আমাদের রমজানে খেজুর দিয়ে থাকে। এবারও তারইধারাবাহিকতায় খেজুর দিতে রাষ্ট্রদূত এই বৈঠক করেছেন। তিনি আরো জানান, এইখেজুর জনপ্রতিনিধিদের মাধ্যমে সারা দেশে রোজাদার ও দুঃস্থদের মাঝে বিতরণকরা হবে।