আগামীকাল বাংলাদেশ তরুণ লেখক পরিষদ এর বস্ত্র বিতরণ

    0
    205

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯জানুয়ারী:  শীতার্ত ও দু:খি মানুষের পাশে দাঁড়াতে দেশের সর্বস্তরের জনগণকে আহ্বান করেছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ। লেখক পরিষদের ফেসবুক স্ট্যাটাস ও ওয়েব সাইড এর মাধ্যমে তরুণ লেখক পরিষদের সকল সদস্যদের এ খবর জানানো হয়। এছাড়াও সংগঠনের সভাপতি আশিকুল কায়েস মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে ‘পুরাতন কাপড় প্রদান করে দু:খি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান’ জানান। দু:খি মানুষের পাশে দাঁড়ানোর কার্য্যক্রমকে সাধুবাদ জানিয়ে সৃজশীল সংগঠনের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
    বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস বলেন, আমাদের কাজের সাথে যারা ঐক্যমত প্রকাশ করেছেন তাদেরকে ধন্যবাদ, ভালোকাজে অংশগ্রহণে আমরা সবাইকে স্বাগতম জানাই।
    তিনি আরও বলেন, ইতোমধ্যে তরুণ লেখক পরিষদের সদস্যদের মাধ্যমে বেশকিছু পুরাতন কাপড় সংগ্রহ করা হয়েছে, সেগুলো বিতরণে আমরা আগামীকাল ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার দু:খি মানুষের সন্ধানে নামছি।
    রাস্তা, পার্ক, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, নদীর ধার ও বস্তিতে ঘুরে ঘুরে দু:খি মানুষের কাছে তরুণ লেখক পরিষদ পৌঁছাতে চায়। স্বযত্নে দু:খি মানুষের হাতে পৌঁছে দিতে চায় সংগ্রহকৃত সাধারণ মানুষের আমানত। এলক্ষ্যে সংগঠনের সভাপতি আশিকুল কায়েস এর নেতৃত্বে কাজ করছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের এক বিশেষ টিম, এই টিমের সদস্য প্রত্যেকেই কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।
    যারা বিশেষ টিমে কাজ করছেন-  আশিকুল কায়েস, শাওন ফারাজি, সাইফ, সাব্বির আহমেদ সকাল, মো. রায়হান।
    এছাড়াও; মো. সোহেল, আলমাচ হোসেন, হাসিবুর রহমান হাসিব, রায়হান সিদ্দিক ময়না, অনিক আহমেদ, সত্য প্রকাশ রাজ চৌধুরি, হাসানুজ্জামান হাসান, আব্দুল আলীম, সজিব আহমেদ, আলী আজিম খাঁন, রাইসুল ইসলাম, উম্মে হানি মেঘলা, অর্পিতা খাতুন প্রমুখ।