আত্মহতার চেষ্টায় কিশোরী সুস্থ্য প্রাপ্ত বয়সক হওয়ার পরে বিয়ে

    0
    204

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২মার্চঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির চিলাউড়ার বাজারে কিশোরী বিষ পানে আত্মহতার চেষ্টার কিশোরী সুস্থ্য হয়েছে। উভয় পক্ষের সম্মতিতে প্রাপ্ত বয়সক হওয়ার পর বিয়ে পড়ানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    শুক্রবার ১১ মার্চ সন্ধ্যায় ৭টায় সিলেট শহরে একটি অবিজাত হোটেলে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরশ মিয়ার সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন কনজ্যুমার এন্ড প্যাসেঞ্জার রাইটস্ প্রটেক্ট সোসাইটটি সি.পি.আর.এস.এর (মানবাধিকার সংস্থা) সিলেট বিভাগীয় সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কোসাধ্যক্ষ কামাল মিয়া, চিলাউড়া বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী ও আওয়ামীলী যুবলীগের সভাপতি মোঃ সুজাত মিয়া, হলদিপুর ইউপি সদস্য বাবুল মিয়া, সি.পি.আর.এস সদস্য আব্দুর রহিম কয়েস ও বাবুল মিয়া, আবুল খয়েরের পিতা: মোঃ মরম আলী, ইয়াসমীন বেগমের পালক পিতা: মোঃ মবশ্বির আলী  ও ফুফা মোঃ আল-আমীন, ছেলের ভাই আব্দুল মজিদ, প্রমূখ। সভায় উভয় পরিবারের সম্মতিতে বিষয়টি নিষপত্তি করা হয়। উভয় পরিবার লিখিত অঙ্গিকার নামা করেছেন।

    উল্লেখ্য গত ৪ মার্চ ইয়াসমীনকে আহত অবস্থায় ইউপি চেয়ারম্যান আরশ মিয়া ও মানবাধিকার সংস্থা সি.পি.আর.এস এর সিলেট বিভাগীয় সভাপতি নুরুল ইসলামের সার্বিক সহযোগিতায় ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসা শেষে ৯ মার্চ থাকে ছাড়পত্র দেওয়া হয়।