আত্রাইতে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী দিবস

    0
    217

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬জুলাই,নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ”শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়েছে।
    আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আম চত্বরে এসে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান।
    র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল, প্রমুখ।