আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে শ্রীমঙ্গল র‌্যালি

    0
    201

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯ডিসেম্বর,জহিরুল ইসলামঃ  “দুর্নীতির বিরুদ্ধে একসাথে” শ্লোগানকে সামনে নিয়ে  মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সনাক টিআইবি এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ।

    জাতিসংঘ ঘোষিত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটি  উদযাপন  উপলক্ষে সকালে র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।  দিবস উদযাপনের অংশ হিসেবে ৯ ডিসেম্বর সকাল ৯.৩০ টায় সনাক সহ-সভাপতি দিদার আহমেদ শাহীন এর নেতৃত্বে সনাকের কার্যালয়ে থেকে দুর্নীতিবিরোধী শ্লোগান, দুর্নীতিবিরোধী প্লেকার্ড প্রদর্শন ও স্টীকার ক্যাম্পেইন এর মধ্য দিয়ে বর্ণাট্য  র‌্যালি বের করা হয় । র‌্যালীটি শ্রীমঙ্গল  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সনাক কার্যালয়ে এসে শেষ হয়।

    র‌্যালি শেষে সনাক কার্যালয়ে সনাক সহ-সভাপতি দিদার আহমেদ শাহীন এর সভাপতিত্বে এবং ইয়েস সদস্য অপরাজিতা দেব এর স ালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস তাৎপর্য তুলে ধরে  স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য মোঃ বদরুল আলম। আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ডাঃ মোঃ একরামুল কবীর, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস.এ. হামিদ, সনাক সদস্য জিডিশন প্রধান সুছিয়াং, স্বজন সদস্য রহিমা বেগম ও নিতেশ সুত্রধর, ইয়েস দলনেতা মোঃ আবু নাসের।

    বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগে সকলকে একত্রিত করে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে হবে। দুর্নীতি প্রতিরোধ  করা কারো এককভাবে সম্ভব না, সকলের সম্মিলিত প্রয়াসেই দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করা সম্ভব। রাষ্ট্রের বিভিন্ন অবস্থান থেকে দুর্নীতি শুরু হয়। সমাজ ব্যবস্থার এই দুর্নীতি দূর করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সরকারি প্রায় সকল সেবাখাতেই দুর্নীতি প্রবল গ্রাস করেছে। তাই আমরা নিজ অবস্থান থেকে  দুর্নীতি দূর করে সমাজকে উন্নতির দিকে ধাবিত করব।  দুর্নীতি প্রতিরোধ করতে হলে সকলের বিবেককে জাগ্রত করতে হবে।

    সর্বশেষে বক্তারা বলেন দুর্নীতির বিরুদ্ধে একসাথে- এই প্রত্যয়ে দুর্নীতির বিরুদ্ধে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে এবং  সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে  সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।

    অনুষ্ঠানের সার্বিক ভাবে সহযোগীতা করেন শ্রীমঙ্গল সনাক (টিআইবি‘র ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস এর সদস্যর ।