আবারও ভূমিকম্পে সিলেটসহ কেঁপে উঠল সারাদেশ !

    0
    247

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩জানুয়ারী: আজ মঙ্গলবার দুপুর ৩টা ৯মিনিটে সিলেট, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বি-বাড়ীয়া,কুমিল্লা, সিরাজগঞ্জসহ কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না গেলেও  বিভিন্ন স্থানে বড় বড় অট্টালিকাগুলোতে ফাটল ধরেছে।

    রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায় বলে জানিয়েছে বাংলাদেশের আবহওয়া অধিদপ্তর।

    আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো; সামছুদ্দিন আহমেদ জানান, ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে মৌলভীবাজার, কুমিল্লা, ফেনীসহ আশপাশের জেলা গোলোতে। অন্তত তিনবার ভূমিকম্প প্রচণ্ড ঝাকুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সারাদেশ থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন, দেশের প্রায় সবখানে ভূমিকম্প আঘাত হেনেছে।

    এসময় অফিস ও বাসা বাড়ি থেকে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ।

    উল্লেখ্য, ভূকম্পন উৎপত্তিস্থলটি শ্রীমঙ্গল শহর থেকে মানচিত্র অনুযায়ী ১১১ কি.মি.দুরে অবস্থিত।