আ’লা হযরত ছিলেন জ্ঞান জগতের বিস্ময়কর প্রতিভা

    0
    255

    আমারসিলেট24ডটকম,২১ডিসেম্বরঃ হিজরি চতুর্দশ শতকের মহান সংস্কারক, সহস্রাধিক গ্রন্থের প্রণেতা আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রাঃ)’র ৯৬তম ওফাতবার্ষিকী উদযাপন উপলক্ষে আ’লা হযরত ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে গতকাল শনিবার বিকেলে আ’লা হযরত কনফারেন্স ২০১৪ অনুষ্ঠিত হয়। কনফারেন্স উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, স্মারক আলোচনা, পুরস্কার বিতরণ ও না’ত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ মোশায়েরা মাহফিল আয়োজন করা হয়। বিশিষ্ট আলেমে দ্বীন আ’লা হযরত ফাউন্ডেশনের উপদেষ্টা আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশিষ্ট ওলামা-মাশায়েখ ও গবেষকবৃন্দ বলেন, আ’লা হযরত ছিলেন জ্ঞান জগতের এক বিস্ময়কর প্রতিভা।

    ১৮৫৬ সালে বৃটিশ উপনিবেশিক শাসক গোষ্ঠীর শোষণ-নিপীড়ন ইসলাম বিদ্বেষী ও ইসলাম বিকৃত কারীদের ইমান বিধ্বংসী বহুমুখী চক্রান্তের ক্রান্তিকালে খোদাদ্রোহী নাস্তিক্যবাদী ও নবীদ্রোহী বাতিল অপশক্তির ষড়ষন্ত্র নির্মূল ও স্বারক উন্মোচনে তার আবির্ভাব ছিল সময়ের দাবি। কনফারেন্সে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল (দঃ) পরিবেশনের পর স্বাগত বক্তব্য রাখেন আ’লা হযরত ফাউন্ডেশন সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রিজভী।

    ফাউন্ডেশন সেক্রেটারি আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল নোমানী, অর্থ সম্পাদক মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় তিন পর্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আল-আমিন বারীয়া দরবার শরিফের সাজ্জাদানশীন পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ)।

    প্রধান আলোচক ছিলেন শায়খুল হাদীস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী। বিশেষ অতিথি ছিলেন জামেয়ার অধ্যক্ষ ছগীর আহমদ ওসমানি, আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান, অধ্যাপক ন ক ম আকবর হোসেন, আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, আহলে সুন্নাত সম্মেলন সংস্থা (ওএসি)’র সভাপতি আল্লামা শায়খুল হাদীস সোলায়মান আনসারী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ  প্রমুখ।সুত্রঃচট্টগ্রাম ব্যুরো