তাজমহল পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আলহাজ্জ আবদুল হামিদ

    0
    225

    আমারসিলেট24ডটকম,২১ডিসেম্বরঃ রাষ্ট্রপতি আলহাজ্জ মোঃ আবদুল হামিদ শনিবার তাজমহল পরিদর্শন করেছেন। মোগল সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজ মহলের প্রতি ভালোবাসার স্মারক হিসেবে এটি নির্মাণ করেন। এখন এটি বিশ্ব ঐতিহ্যের অংশ।

    রাষ্ট্রপতি সপ্তদশ শতকে নির্মিত অমর প্রেমের স্মৃতিস্তম্ভে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। এসময় ভারতের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাজমহল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    বিশ্ব স্বীকৃত অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন এই তাজমহলে রক্ষিত পরিদর্শক বইয়ে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন।

    পরে আবদুল হামিদ মুঘল যুগের অন্যতম স্থাপত্য সৌন্দর্য আগ্রাফোর্ট পরিদর্শন করেন।

    রাষ্ট্রপতি ৬ দিনের ভারত সফরের অংশ হিসেবে গতকাল আগ্রায় পৌঁছান।

    এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সকাল ১১টা ৫০ মিনিটে নয়া দিল্লির পালাম বিমান বন্দর ত্যাগ করে এবং দুপুর ১টার দিকে আগ্রা কেরিয়া এয়ারফোর্স এয়ারপোর্টে পৌঁছান।

    আগ্রার বিভাগীয় কমিশনার এবং অন্যান্য কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

    বিমান বন্দর থেকে রাষ্ট্রপতিকে ওবেরয় আমরভিলাস’-এ নিয়ে যাওয়া হয়। আগ্রা সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন।

    ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৮ ডিসেম্বর ভারতে আসেন। সূত্রঃবাসস