আল্লামা নূরীর ছেলে হাসসান নূরীর যৌতুকমুক্ত বিয়ে সম্পন্ন

    0
    267

    চট্টগ্রামঃ সর্বকালের সর্বজন স্বীকৃত সফল রাষ্ট্রনায়ক নূরনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর আবিষ্কৃত বিবাহ নীতির পূর্ণ অনুসরণে যৌতুক বিরোধী আন্দোলনের প্রবর্তক আল্লামা আবুল কাশেম নূরীর বড় ছেলে হাফেজ আবুন নূর মুহাম্মদ হাসসান নূরীর যৌতুকমুক্ত ও বরযাত্রী ভোজন বিহীন বিবাহোত্তর ওয়ালিমা সম্পন্ন।

    নগরীর অভিজাত কনভেনশন হলে আয়োজিত ওয়ালিমা অনুষ্ঠানে বর-কনের আত্মীয়-স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, অরাজনৈতিক তরিকতভিত্তিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের গণমাধ্যম ব্যক্তিবর্গ।

    গত ১৬ জুলাই সোমবার ওয়ালিমা অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান (মা.জি.আ) বলেন, নীতিবিবর্জিত সমাজ ও বিবেকহীন মানবসভ্যতার মাঝে সুন্নাতে নববী (দ.)’র অনুসরণে জীবন পরিচালনা যখন অসম্ভব প্রায়! ঠিক এ কঠিন পরিস্থিতিতে আল্লামা আবুল কাসেম নূরীর সন্তান হাসসান নূরীর সুন্নাতপূর্ণ বিবাহ নিঃসন্দেহে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া’র অধ্যক্ষ মুফতি আল্লামা সৈয়দ মুহাম্মদ আছিয়র রহমান আলকাদেরী বলেন, এমন অনেক বক্তা আছে তাদের বক্তব্য শুধু জাতির জন্য, সে বক্তব্যের প্রভাব বক্তাকে প্রভাবিত করতে পারেনা।

    বলা যায় স্ববিরোধী! দীর্ঘকাল ধরে আল্লামা আবুল কাশেম নূরী যে শ্লোগান দিয়ে আসছেন “যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুকমুক্ত সমাজ চাই। বরযাত্রী খাওয়া বন্ধ করো, ওয়ালিমা প্রথা চালু করো, নবীর সুন্নাত কায়েম করো।” সে শ্লোগান নিজে পরিপূর্ণ বাস্তবায়ন করেছেন নিজ সন্তানের বিবাহোত্তর ওয়ালিমা আয়োজন করে। আল্লামা নূরীর যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন সফলতার মুখ দেখুক। জাতি আলোকিত হোক।

    রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর স ালনায় যৌতুকবিহীন বিয়ে উপলক্ষে ওয়ালিমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ আল্লামা লিয়াকত আলী, প্রধান মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনছারী, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলা উদ্দিন, আল্লামা খাইরুল বশর হক্কানী, আল্লামা মুফতি ইব্রাহিম আলকাদেরী, হাফেজ আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, রাজনীতিবিদ স উ ম আব্দুস সামাদ, আহলে সুন্নাতের সদস্য সচিব এড মোছাহেব উদ্দিন বখতেয়ার, কাতার প্রবাসী আল্লামা সৈয়দ মুহাম্মদ জয়নুল আবেদীন, পীরে তরিক্বত আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী।

    আরও উপস্থিত ছিলেন,আল্লামা আবুল আসাদ মুহাম্মদ  জুবাইর রেজভী, অধ্যক্ষ আল্লামা মুশতাক, আল্লামা হাফেজ রুহুল আমিন, কাযী মুহাম্মদ মুদ্দাস্সির হাশেমী, এড জাহাঙ্গীর আলম, রেজাউল করিম তালুকদার, বিশিষ্ট কলামিস্ট ড. মাসুম চৌধুরী, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্, সৈয়দ জহুরুল ইসলাম নঈম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, শাহজাদা মুহাম্মদ হাসান, আল্লামা ইউনুচ রজভী, আলহাজ্ব কাজী মুহাম্মদ ফোরকান রেজা, হাজ্বী সৈয়দ মুহাম্মদ সেলিম, আল্লামা জিয়াউল হক, শাহজাদা মুহাম্মদ হোসেন, আব্দুল হাকিম, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আলী শাহ্, ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, বোয়ালখালী ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী, পটিয়া চনহরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি, আলহাজ্ব আবু আহমদ সওদাগর, তৌহিদ সওদাগর, মুহাম্মদ সেলিম তালুকদার, মাওলানা শিব্বির ওসমানী, সৈয়দ মাওলানা জুন্নুরাইন, মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী, আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, আলহাজ্ব মুসা সওদাগর, আবু ছালেহ আঙ্গুর,  আলহাজ্ব জহির সওদাগর, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুবনেতা সৈয়দ মুহাম্মদ আবু আজম, কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, জামাল উদ্দিন রাব্বনী, এ ডি এম আরুছুর রহমান, ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি এইচ এম শহীদুল্লাহ, নূরুল্লাহ রায়হান খাঁন, ইমরান হোসাইন তুষার, এনামুল হক ছিদ্দিকী, শফিউল আলম, সৈয়দ আছরারুল হক আলকাদেরী, সোহাইল উদ্দিন আনছারী, মাওলানা সরওয়ার উদ্দিন, মাওলানা আব্দুল কাদের রজভী, নাদিমুল হক রানা, মুহাম্মদ জাকারিয়া, মাওলানা খাইরুল আমিন চিশতি, মাওলানা নুর মুহাম্মদ কাদেরী, জাহেদুল হাসান রুবাইত, ওমর ফারুক, মুহাম্মদ ইসমাঈল,

    উপস্থিত ছিলেন,মুহাম্মদ জসিম উদ্দিন, শায়ের এমদাদুল ইসলাম কাদেরী, সৈয়দ হাসান মুরাদ কাদেরী, মাওলানা মঈনুদ্দিন খাঁন মামুন, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ হাবিবুল্লাহ, আমান উল্লাহ, শায়ের কামাল হোসাইন সিদ্দিকী, শায়ের মুহাম্মদ সেলিম রিয়াদ, মুহাম্মদ ইদ্রিচ, এস এম ইকবাল বাহার চৌধুরী, নূর উন নঈম রিমন, আব্দুস সালাম, মুহাম্মদ ওসমান, শায়ের ছালামত রেযা, মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, মুহাম্মদ আব্দুল কাদের, দিদারুল ইসলাম কাদেরী, সাইফুল ইসলাম নেজামী,  মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, তারেক রেযা, এহসান কাদের, ইকবাল হোসাইন,  শায়ের ওসমান গণি, রায়হান নূরী, ছাফওয়ান নূরী, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ ইব্রাহীম প্রমূখ।