আল-আকসা বিশ্ব মুসলিম বুক দিয়ে আগলে রাখবেঃছাত্রসেনা

    0
    228

    “ইসরাইলী দখলদারিত্ব বরদাশত করবে না।ছাত্রসেনা ঢাকা মহানগর নেতৃবৃন্দ”

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮জুলাইঃ  অগণিত নবী-রাসূলের স্মৃতিবিজরিত মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে নামাজ আদায় করার জন্য মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির এখতিয়ার দখলদার ইসরাইলের নেই। এ ধরনের নিষেধাজ্ঞা জারি করে তারা জাতিসংঘ সনদ চরমভাবে লঙ্ঘন করেছে। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর বাধার মুখে ফিলিস্তিনিরা আল আকসা মসজিদের বাইরের রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন। সেখানেও ইসরাইলি নিরাপত্তা বাহিনী হামলা চরম মানবতাবিরোধী।

    এ ঘটনার বিশ্ব নেতৃবৃন্দের নিরবতা মেনে নেয়া যায় না। প্রয়োজনে এক একজন মুসলমান আল আকসা রক্ষায় সুলতান সালাহ উদ্দিন আইয়ূবী হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। অধিকৃত পূর্ব  জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে ৫০ বছরের কম বয়স্ক মুসলমানদের প্রবেশের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদকারী ফিলিস্তিনিদের ওপর ২১ জুলাই শুক্রবার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেইট হতে বাদ জুমা বিক্ষোভ মিছিল শেষে দৈনিক বাংলার মোড়ে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

    মহাননগর উত্তরের সভাপতি ছাত্রনেতা শাহ জালালের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সাহাব উদ্দিন মীরের স ালনায় এ মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা মাসউদ হোসাইন।

    আরো বক্তব্য রাখেন-শহীদ আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী (রহ.) স্মৃতি সংসদের আহবায়ক জনাব আনিসুর রহমান, মিনহাযুল কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক জনাব সৈয়দ গোলাম কিবরিয়া আল আযহারী, ঢাকা মহানগর উত্তরের অর্থ সম্পাদক মুখলেছুর রহমান, জাকির হোসেন,  কাউসার আমিন, মুজাহিদুল ইসলাম, গাজী জুনায়েদ, মিনহাজুল আবেদীন,তাওহিদুল ইসলাম, ইউসুফ হোসেন, ফরমানুল করিম জুয়েল, হাসান মাহমুদ প্রমূখ।

    ইসরাইলি দখলদার বাহিনী শান্তি এবং নিরাপত্তা বিঘ্নকারী। ইসরাইলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরাইলি দখলদারীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য শান্তিকামী সব রাষ্ট্র, জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থার প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।