আশুরা অন্যায়,অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে

    0
    196

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১২অক্টোবরঃপবিত্র আশুরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকের দিন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আলহাজ্জ মোঃ আবদুল হামিদ। তিনি বলেন, ‘কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার। পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে তিনি এসব কথা বলেন।

    রাষ্ট্রপতি বলেন, ‘পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক।’

    কারবালা প্রান্তরে শাহাদাৎবরণকারী মহানবী হজরত মুহম্মদ (দঃ)-এর দৌহিত্রসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোঃ আবদুল হামিদ বলেন, ‘সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হজরত মুহাম্মদ (দঃ)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচররা এ দিনে বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় শহীদ হন।’ তিনি বলেন, ‘ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাদের এই আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।’

    ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম উল্লেখ করে রাষ্ট্রপিতি  বলেন, ‘এখানে হানাহানি, হিংসা, দ্বেষ বা বিভেদের কোনও স্থান নেই।’ পবিত্র আশুরার এ দিনে রাষ্ট্রপতি সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।বাসস