ইসরাইলে জনসম্মুখে কিশোরীকে গণধর্ষণ,চলছে বিক্ষোভ

    0
    292
    ইসরাইলে লোহিত সাগর উপকূলে ইলাত অবকাশ যাপন কেন্দ্রে একটি হোটেলের বেডরুমে আটকে বহু মানুষের সামনে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে গণধর্ষণ করা হয়েছে। এতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অবৈধ রাষ্ট্রটির বিভিন্ন শহরে। এ ঘটনায় শনিবার তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুজনের বয়স ২০ বছরের ভেতরে।
    প্রথম দিকে ধর্ষকদের সংখ্যা ৩০ জন বলা হয়। পরে তা কমে আসে। তবে পুলিশ প্রমাণ পেয়েছে যে, বেশ কয়েকজন মেয়েটিকে ধর্ষণ করেছে।
    ধর্ষিতা তার বন্ধুকে জানায়, ঘটনার সময় আমি কক্ষে প্রচুর লোকের ভিড় দেখেছি।
    ধর্ষিতা তার সমর্থকদের মাধ্যমে বলেছে যে, তাকে অনলাইনে নির্যাতন করা হচ্ছে। কেউ জানেন না – আমার ওপর দিয়ে কী ঝড় বয়ে গেছে!
    ধর্ষিতার মানসিক অবস্থা খারাপের দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনা ছড়িয়ে পড়ার পরে তার বাড়ীর চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক যুবকদের পরিবারগুলো মেয়েটিকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
    করোনা মহামারীর ভেতরে জনসমাবেশ করে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ করেছেন নারীরা। মানুষজন ধর্ষিতাকে সমর্থন করতে শুরু করেছে। সূত্র: জেরুজালেম পোস্ট।