উপজেলা প্রশাসনের আদেশ অমান্য করে চুনারুঘাটের ভুয়া ডাক্তার

    0
    263
    চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলা পৌর শহরের বাল্লা রোডে গ্রীন সুপারমার্কেটে গত কিছুদিন পূর্বে চুনারুঘাট উপজেলা প্রশাসনের  মাধ্যমে  ভূমি কমিশনার স ম  আজহারুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনায ভুয়়া ডাক্তার প্রদীপ এর কাগজপত্র ও তার চেম্বার তালা বদ্ধ করা হয়   এবং প্রশাসনের সিদ্ধান্ত ছাড়া যাতে কোনদিন সে পুনরায় চেম্বারে কোন  রোগী না দেখে এব্যাপারে  তাকে নির্দেশ প্রদান করা হয়।
    সে প্রশাসনের নির্দেশ কে উপেক্ষা করে গত তিন দিন যাবত চেম্বার খোলে রোগী দেখেকতে শুরু করে। তাই গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কর্ম কর্তার নির্দেশে ফের প্রদীপের চেম্বারে তালা দেন।  সে কয়েক বছর শায়েস্তাগন্জে এক ফার্মেসিতে ঔষধ বিক্রি করে আসছিল।
    বর্তমানে সে  ডাক্তার পরিচয় দিয়ে চুনারুঘাট পৌর শহরস্ত বাল্লা রোডের গ্রীন সুপার মার্কেটে রোম বাড়া করে ডাঃ প্রদীপ চন্দ্র দেব নাথ নামে  সাইন বোড টানিয়ে দীর্ঘ দিন যাবত অপচিকিৎসা চালিয়ে যাচ্ছিল।