“এক যুগে পদার্পণ” গোয়ালবাড়ী ঐতিহাসিক তাফসীর মাহফিল

    0
    134

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩মার্চ,এসএম জালাল উদ্দিনকে সাথে নিয়ে শাহীন আহমদ জুড়ী (মৌলভীবাজার) থেকেঃ  মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালবাড়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ২ দিন ব্যাপি ১২ তম ঐতিহাসিক বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল বুধবার (১ মার্চ) থেকে শুরু হয়েছে, বৃহস্পতি বার (২ মার্চ) রাত ১২ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

    গোয়ালবাড়ী বাজার সংলগ্ন খেলার মাঠে সাজানো হয়েছে মূল মঞ্চ। বিশাল মাঠ ব্যাপি বিস্তৃত মনকাড়ানো প্যান্ডেল যেনো হাজারো মুসলমানের উপস্থিতিতে ভরপুর।

    গোয়ালবাড়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ’র তাফসীরুল কুরআন মাহফিলের বৃহস্পতিবার (২ মার্চ) ২য় দিনের (সমাপনী) দিবসে প্রধান অতিথির তাফসীর পেশ করেন হযরত মাওঃ আব্দুল্লাহ আল-আমিন,ঢাকা।

    সিলেট বিভাগের প্রত্যান্ত অঞ্চল থেকে আগত হাজারো ধর্ম প্রিয় তাওহীদি জনতার উপস্থিতিতে গোটা এলাকা আজ নতুন সাজে সজ্জিত।

    দীর্ঘ এক যুগে পা দিলো সমাজ সেবা মূলক এ সংগঠনটি। দেশ বিদেশের বরৈণ্য আলেম, মাওলানা, তাফসীরবীদ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শ্রেষ্ঠ বক্তাদের স্পর্শে পদদুলীতে ধন্য ঐতিহ্যবাহী গোয়ালবাড়ী ইউনিয়ন।

    এলাকার একঝাক উদীয়মান তরুণদের অসীম পরিশ্রমের ফল আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল। পরিষদের সভাপতি শিক্ষক আলতাফুর রহমান, সম্পাদক সেলিম আহমদ, মাহতাব আহমদ, মখলিছুর রহমান সানী, তাজুল ইসলাম, ইকবাল খান, মাজহারুল ইসলাম তামীম, জাইদুল ইসলাম সহ এলাকার এক ঝাক কুরআন প্রেমিক যুবকদের ধারাবাহিক দীর্ঘ এক যুগের অব্যাহত সাধনার ফসল উক্ত তাফসীরুল কুরআন মাহফিল।

    এছাড়াও উক্ত মাহফিল বাস্তবায়নে স্থানীয় প্রবাসীদের বিশাল অবদান রয়েছে। বুধবার দুপুর থেকে শুরু হলো বিশাল এই তাফসীরুল কুরআন মাহফিল। বৃহস্পতি বার রাত ১২ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে তাফসীরুল কুরআন মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।