এমবিবিএস পদবী ব্যবহার করতে পারবেন না আক্কাস

    0
    184

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৪মে,জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার দুই মাসে পল্লী চিকিৎসক থেকে এমবিবিএস হয়ে যাওয়া শাখাওয়াত হোসেন আক্কাস নিজের নামের পূর্বে ডাক্তার উপাধিতে এমবিবিএস ব্যবহার করতে পারবেন না। গত মঙ্গলবার (২ মে) বিকাল ৪ টায় মৌলভীবাজারের সিভিল সার্জনের কার্যালয়ে শাখাওয়াত হোসেন আক্কাসের ব্যাক্তিগত শুনানির পর এ নির্দেশ দেয়া হয়।

    অন্যদিকে তার বিরোদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে পত্র দেয়া হয়েছে।গত ২৯ এপ্রিল যুগান্তর, সমকাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বিয়ানীবাজার টাইমস ডটকম, আমার সিলেট টোয়েন্টিফোর ডটকম, সিলেট মিডিয়া ডটকম, সিলেট ভিউ টোয়েন্টিফোর ডটকম, জুড়ীনিউজ টোয়েন্টিফোর ডটকম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমসহ একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ‘মাত্র দু’মাসে এমবিবিএস ডাক্তার!’ শিরোণামে সংবাদ প্রকাশিত হলে পরদিন সকাল দশটায় আক্কাসকে শুনানিতে তলব করার নির্দেশ জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে তাঁর কাছে পাঠানো হয়।

    নির্ধারিত শুনানিতে (২ মে) তাঁকে এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী।