কক্সবাজারের মেয়ে নাশিত জামান অস্কার পুরস্কার পেল

    1
    493

    আমারসিলেট24ডটকম,০৬মার্চঃ কক্সবাজারের মেয়ে নাশিত জামান অস্কার পেয়ে বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন। গত ২রা মার্চ অনুষ্ঠিত ৮৬তম অস্কার আয়োজনে তাকে চলচ্চিত্রের সবচাইতে মর্যাদাপূর্ণ এ পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশী বংশোদ্ভূত এ প্রথম কোন মেয়ে এ সম্মান অর্জন করলেন। ছোটবেলা থেকে বিজ্ঞানমনস্ক নাশিত জামান তার লেখাপড়ার গণ্ডি পেরিয়ে বিশ্ববিখ্যাত ওয়াল্ড ডিজনি কোম্পানিতে যোগদান করেন। এরপরই থ্রিডি অ্যানিমেশনের প্রতি ঝুঁকে পড়েন। যার ফলশ্রুতিতে সারা বিশ্বে প্রশংসিত ‘ফ্রোজেন’ নামক থ্রিডি এনিমেটেড চলচ্চিত্রে কাজ করেন নাশিত। এ চলচ্চিত্রের ডিজিটাল ও লাইটিং অ্যাফেক্টের জন্য তাকে এবার প্রথিবীর সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কার প্রদান করা হয়।

    আমেরিকা প্রবাসী কক্সবাজারের হারুনুজ্জামানের বড় মেয়ে এ নাশিত জামান। সে সাবেক সংসদ সদস্য মরহুম খালেকুজ্জামান ও ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের বড় ভাইয়ের প্রথম সন্তান। সাবেক শ্রমমন্ত্রী মৌলভী ফরিদ আহমদের প্রথম পুত্র হারুনুজ্জামান (নাশিতের পিতা) ১৯৭৮ সালে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের উপর পিএইচডি ডিগ্রি নিয়ে আমেরিকায় গবেষণার পাশাপাশি বসবাস শুরু করের। নাশিত জন্ম সূত্রে আমেরিকান হলেও তার পিতৃভূমি কক্সবাজার তথা বাংলাদেশকে নিয়ে গর্ব করেন। ভবিষ্যতে তিনি তার কাজ দিয়ে বিশ্বের আরও বড় বড় সম্মান ও স্বীকৃতি লাভে সকলের দোয়া কামনা করেছেন।মানবজমিন