কমলগঞ্জে অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

    0
    248

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮মার্চ,শাব্বির এলাহীঃ বাংলাদেশ অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটি গঠনের লক্ষ্যে শনিবার দুপুর ১টায় কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগে অনুষ্ঠিত হয়। প্রভাষক দীপংকর শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রভাষক সেলিনা ফেরদৌস, হ্যাপী রানী দাশ, সেলিম আহমদ, লুৎফুর রহমান, ছালেকুর রহমান প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বেসরকারী কলেজের অনার্স ও মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের যোগদানের তারিখ থেকে এমপিওভূক্ত করা এবং অভিজ্ঞতা গণনাপূর্ব্বক উচ্চুর বেতর স্কেল প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

    বক্তারা আরো বলেন, বিগত ২২ বছর ধরে বিনা পয়সায় (এমপিও ছাড়া) শিক্ষকতা করে আসছি। আমরা চাই নতুন শিক্ষানীতির বাস্তবায়নকল্পে শিক্ষার মানোন্নয়ন করতে ও বেকার সমস্যা দূরীকরণের বিষয়টি বিবেচনা করে সরকার জরুরী ভিত্তিতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্ত করার ব্যবস্থা নিবেন।

    সভায় ব্যাপক আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে প্রভাষক দীপংকর শীলকে সভাপতি, প্রভাষক সেলিম আহমদকে সাধারণ সম্পাদক, প্রভাষক লুৎফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, প্রভাষক হ্যাপী রানী দাশকে প্রচার সম্পাদক ও প্রভাষক সেলিনা ফেরদৌসকে কোষাধ্যক্ষ করে বাংলাদেশ অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়। সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার কলেজ শিক্ষকরা উপস্থিত ছিলেন।