কমলগঞ্জে কারিতাসের উদ্যোগে সম্পদ হস্তান্তর

    0
    180

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস সিলেট অ লের সক্ষমতা প্রকল্প, শ্রীমঙ্গল এর (ইনটিগ্রেটেড ডেভোলপমেন্ট প্রোগ্রাম ফর দ্যা এথনিক পিপল) আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্পদ হস্তান্তর করা হয়। বৃহষ্পতিবার সকাল ১১টায় পাত্রখোলা পুঞ্জি শিশু শিক্ষা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা পুঞ্জির চা শ্রমিক, খাসিয়া, গারো ও টিপরা সম্প্রদায়ের ৪২ জন ব্যক্তি এই সম্পদ লাভ করেন।

    এর মধ্যে গরু, ছাগল ও শুকর পালনের জন্য দেয়া হয় গরু ও ছাগল। ধান, পান, সবজি, হটিকালচার ও নার্সারী চাষ ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ এবং সেলাই মেশিন প্রদান করা হয়।

    সম্পদ হস্তান্তর উপলক্ষে কারিতাস সিলেট অ লের সক্ষমতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার বনিফাস খংলার সভাপতিত্বে ও এএফও দিলীপ কুমার দাসের স ালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মাধবপুর ইউপি সদস্য সাবিদ আলী, পাত্রখোলা খাসিয়া পুঞ্জির হেডম্যান প্রিচিংলি সুঙ, ক্রেডিট ইউনিয়নের সভাপতি এলিসন খাসিয়া।