কমলগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    0
    294

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২মে,শাব্বির এলাহী: মৌলভীবাজারের কমলগঞ্জে খরিপ-১/২০১৫ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ১২৬০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫ কেজি বীজ ও নগদ ৪০০ টাকা সেচ সহায়তা বিতরণ করা হয়েছে।

    উপজেলা সদরের স্থানীয় ইসলাম কমিউনিটি সেন্টারে শনিবার বিকাল সাড়ে ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কমলগঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

    কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শামসুদ্দিন আহমদ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী প্রমুখ।