কমলগঞ্জে চৌধুরী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে শিক্ষার্থীদের সহায়তা

    0
    204

    আমারসিলেট24ডটকম,২৫জানুয়ারী,শাব্বির এলাহী: মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুন নুর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে অসহায় মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান হয়েছে। গত ২৪ জানুয়ারি কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এইচএসসি-তে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র মেধাবী তাঁতকন্যা রহিমা বেগমকে অনার্স ভর্তি বাবদ নগদ ৬ হাজার টাকা সহায়তা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। ট্রাষ্টের সমন্বয়কারী সাংবাদিক মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রভাষক শাহাজান মানিক, আদিবাসী নেতা মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, উদীচী সভাপতি কবি সাইয়্যেদ ফখরুল, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাব্বির এলাহী, নারীনেত্রী শেখ মনোয়ারা, প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ, শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল, নারী সাংবাদিক শিরীন শিলা প্রমুখ।
    এদিকে গত ১২ই জানুয়ারী পতনঊষার উচ্চ বিদ্যালয়ে গরীব মেধাবী ৭ জন শিক্ষার্থীকে আব্দুন নুর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্ট এর তহবিল থেকে ভর্তি সহায়তা প্রদান করা হয়। যাদেরকে সহায়তা প্রদান করা হয় তারা হলেন-সপ্না বেগম (৬ষ্ট শ্রেণি), আমিনা আক্তার (৬ষ্ট শ্রেণি), রুহুল আমিন (৬ষ্ট শ্রেণি), আব্দুর রাজ্জাক (৭ম শ্রেণি), চামেলী বেগম (৮ম শ্রেণি), সাকি আক্তার (৮ম শ্রেণি) ও রনি বেগম (১০ম শ্রেণি)। ভর্তি সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, প্রধান শিক্ষক ফয়েজ আহমদ, ট্রাষ্ট এর সমন্বয়কারী মিজানুর রহমান মিষ্টার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবৃন্দ।