কমলগঞ্জে মে‌ডি‌কেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

    0
    311

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪জুনঃ   কমলগঞ্জ উপ‌জেলার ২নং পতনউষার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সংগঠন সবুজ বাংলা যুব সংঘের আয়োজনে ২৩ জুন শনিবার সারাদিন মৌলভীবাজার সিভিল সার্জনের সহযোগীতায় এবং উপ‌জেলা স্বাস্থ্য ক‌মপ্লেক্স এর এক‌টি টিম শুধু ঔষধ নি‌য়ে উপ‌স্থিত হ‌য়ে পৃথক ভা‌বে ২৫০ এর অধিক রোগীদের মধ্যে ফ্রি চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয় ।

    এ সময় উপস্থিত চিকিৎসকবৃন্দ হচ্ছেন- ডাঃ অরূপ রাউত এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),ডাঃ সত্যজিৎ দাস এমবিবিএস,ডাঃ স্বপন তালুকদার এমবিবিএস।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবঃ প্রাইমারী প্রধান শিক্ষক, জনাব, আতাউর রহমান চৌধুরী।মির্জাপুর দা‌খিল মাদ্রাসার সুপার, মাওঃ আব্দুল মু‌হিত হাসানী। ছুফি মিয়া, সভাপ‌তি, মির্জাপুর দাঃ মাঃ।সাজাদ চৌধুরী, সভাপ‌তি, মির্জাপুর সঃ প্রাঃ বিঃ। টিপুল আলী, সহকা‌রি শিক্ষক, উসমাগড় সরকা‌রি প্রাঃ বিঃ।হারুন মিয়া, প্রধান শিক্ষক, মির্জাপুর সঃ প্রাঃ বিঃ। তালুকদার আ‌মিনুর রহমান আ‌মিন, উপ‌দেষ্ঠা, সবুজ বাংলা যুব সংঘ।আব্দুল হান্নান, সাবেক ইউ‌পি সদস্য। জয়নাল আ‌বেদীন, সভাপ‌তি, শাপলা সবুজ সংঘ। তছবির আলী, শিক্ষক, মির্জাপুর সঃ প্রাঃ বিঃ। লোকমান আহমদ, দাতা সদস্য, নবীন সেবা সংঘ,নুরুল ইসলাম র‌কিব, প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি, সবুজ বাংলা যুব সংঘ।আঃ মু‌কিত হাসানী, প্র‌তিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্য, সবুজ বাংলা যুব সংঘ।রাসেল চৌধুরী, প্র‌তিষ্ঠাতা সদস্য, সবুজ বাংলা যুব সংঘ।সিরাজুল ইসলাম বয়তুল্লাহ, প্র‌তিষ্ঠাতা সদস্য, সবুজ বাংলা যুব সংঘ।

    এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন সিরাজ খান, সমাজ‌সেবক। হা‌বিবুর রহমান, রু‌হিন চৌধুরী, তালুকদার আব্দুল মুমিন,আদনান চৌধুরী, আইনুল ইসলাম চৌধুরী, শিপার আহমদ, কাওছার আহমদ, সাইফুর রহমান, তানভীর খান, রাব্বী খান, জামাল আহমদ আপন, বদরুল ইসলাম, শাহিন আহমদ, তাহ‌মিম হাসান রাজীব সহ অন্যান্যরা উপ‌স্থিত ছি‌লেন।